সৈয়দ শাহান শাহ পীর ॥ যেসব এলাকায় রেল চলে আসছে ব্রিটিশ শাসন আমল থেকে সেসব এলাকার গুরুত্বপূর্ণ ষ্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। লোকাল এবং মেইল ট্রেনের যাতায়ত করে সাধারণ নিম্নবিত্ত ঘরের মানুষ। যারা দিন আনে দিন খায়, পেট ভরে তো পিট ঘোরে না।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা এবং মাধবপুর উপজেলা শিল্পনগর বেষ্টিত উন্নয়নশীল এলাকা। সেই এলাকায় বর্তমানে প্রায় মানুষই প্রাণ-আর.এফ.এল,স্কয়ার,আরএকে,তাফরীদ,বাদশা কোঃ,স্টার পরসিলিনসহ বিভিন্ন কোম্পানীতে কর্মকর্তা-কর্মচারী,শ্রমিক ও বিভিন্ন পেশাসহ ব্যবসাতে জড়িত রয়েছেন।
এসব ব্যবসায়ীক চাকুরীজীবিরা নিয়মিতই পেশাগত দায়িত্বে অথবা কাজের জন্যে রেলে কম খরচে যাতায়তের জন্য বন্ধ হওয়া সুতাং রেলষ্টেশন পূণরায় চালুর জন্য জোর দাবী জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবত। কিন্তু আজ পর্যন্তও সুতাং রেলষ্টেশনটি চালু হয়নি। ফলে, তাদের পোহাতে হচ্ছে সীমাহীন যাতায়ত দূর্ভোগ।
সিএনজি,অটোরিক্সা-অটোটেম্পু,টমটম,জীব গাড়িতে গুণতে হয় বেশি ভাড়া। স্থানীয় অস্থানীয় উল্লেখিত মানুষসহ ট্রেনযাত্রীরা মারাত্বক দূর্ভোগের স্বীকার হচ্ছে। তাই এ দূর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। এলাকাবাসীর যাতায়ত সহজ করার জন্য দ্রুত সুতাং রেল ষ্টেশন পূণরায় চালু করা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে।