সৈয়দ শাহান শাহ্ পীর, সুতাং থেকে ॥ জীবন মহামূল্যবান। আর এ জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত মানুষ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেলষ্টেশন সংলগ্ন রেলব্রিজ দিয়ে যাতায়াত করছে।
বিগত দিনে যাতায়তকালে একাধিক মানুষ ট্রেন দূর্ঘটনায় মারা যায়। তারপরও মানুষ সময় বাচাঁনোর জন্য বিকল্প সড়ক হিসেবে উক্ত রেলপথ ব্রিজ দিয়ে আসা যাওয়া করছেই।
তবে, ব্রিজের পূর্ব-পশ্চিমে যাতায়তে নিষেধাজ্ঞা লেখা সম্বলিত সাইনবোর্ড এবং ব্রিজ সংলগ্ন একটি সেতু থাকত তাহলে ব্রিজ দিয়ে মানুষ পারাপার হত না। কিন্তু, নেই কোনো সাইন বোর্ড আর সেতু। ফলে, শুকনা মৌসমসহ মেঘ-বৃষ্টি বর্ষাকালেও মানুষ দিবা-রাত্রি হাতে বা কাঁধে ভারভোজা নিয়েও যাতায়াত করছে।
শুধু যে, ট্রেনের নিচে বা ধাক্কায় মানুষ মারা যেতে পারে তা নয়,পা পিছলেও ব্রিজ থেকে নদীতে পড়ে মারা যাওয়া বিচিত্র নয়।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেয়া জরুরী।