বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন।
এ সময় ভ্রাম্যমান আদালত উপজেলার মিরপুর ইউনিয়নের মডেল ব্রিক ফিল্ডের পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। সেইসাথে মডেল ব্রিক ফিল্ড আইনগতভাবে বন্ধ করে দেয়া হয়।
পরবর্তীতে আর তিনটি ইটভাটায় এনআর ব্রিক্স, মামুন ব্রিক্স, পলাশ ব্রিক্স অভিযানে চালালে তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স সঠিক পাওয়া যাওয়ায় তাদের ধন্যবাদ প্রদান করা হয়। তবে এন আর ব্্িরক্স ইট পোড়ানো লাইসেন্স নবায়ন না থাকায় তাদের সতর্ক করে নবায়নের জন্য ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন, হবিগঞ্জ এর নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।