হবিগঞ্জ প্রতিনিধি : “এখনই সময় অঙ্গিকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নাটাব ও হীড বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ওইদিন সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে সদর হাসপাতাল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, নাটাবের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নাটাবের সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিমউল্লাহ শিকদার, হীড বাংলাদেশের কর্মকর্তা মোঃ মোশারুল হক, উজ্জীবন কর্মকর্তা বশীর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিক্যাল টেকনিশিয়ান নিখিল রঞ্জন শর্মা।
সভায় বলা হয়, গত ১ বছরে হবিগঞ্জ জেলায় ৩০ হাজার ৩শ ৪৮ জনের কফ পরিক্ষা করে ৫ হাজার ৫১ জন নতুন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়েছে। সভায় আরও বলা হয়, সারা বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ যক্ষ্মা ঝুকির মধ্যে রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে যক্ষ্মা সম্পর্কে আরও সচেতন করে তুলতে হবে।