নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ও সৈয়দপুর সড়কে সিএনজি উল্টে কুবাদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ যাত্রী।
গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ওই সড়কের জিয়াপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কুবাদ মিয়া ওই এলাকার বৈঠাখাল গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।
গতকাল সৈয়দপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ইনাতগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে দেখে চালক ব্রেক করলে সিএনজির এক্সেল ভেঙ্গে উল্টে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা আউশকান্দি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার কুবাদ মিয়াকে মৃত ঘোষনা করে এবং অন্যানদেরকে সিলেট ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আলী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। পুলিশ সিএনজিটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।