নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে পুর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৮টায় শহরে আনমনু এলাকায় এক সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়েছে।
স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার আনমনু গ্রামের মৃত সাজু আহমদের ছেলে মিজু আহমদ বাড়ি থেকে বাজারে আসার পথে গ্রামের ব্রীজ সংলগ্ন স্থানে পৌছা মাত্র পুর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রোশন মিয়া ও তার সহোদর হুমায়ুন মিয়াকে তাকে পথরোধ করিয়া অর্তকিতভাবে হামলা করে।
খবর পেয়ে মিজু আহমদের স্বজনরা ছুটে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।
এতে মিজু আহমদ, নভেল মিয়া, প্লাবন মিয়া, আবিদুল মিয়া, রোশন মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় মিজু’র চাচা রাজু আহমদের কাছে টাকা প্রায় ৯০ হাজার টাকা প্রতিপক্ষের লোকজন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাদেরকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামে উত্তেজনা লক্ষ্য করা গেছে।