স্টাফ রিপোর্টার॥ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে অপরাজিতভাবে সুপারসিক্স নিশ্চিত করেছে মডার্ণ ক্লাব। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে গতকাল তারা ৬ উইকেটে ক্লাব ৯৩কে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্লাব ৯৩। ২৩ ওভারে তারা ৫৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে লিটন ১৩ ও হৃদয় করেন ১০ রান। মডার্ণের ধিমান রাফি এবং হিমেল পায় ২টি কর উইকেট। জসিম, রাজু এবং নাছিম পায় ১টি করে উইকেট।
জবাবে মডার্ণ ক্লাব ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। আল আমিন ১৬, দীপক ১৩ আর হিমেল করে ১২ রান। গ্রুপের তিনটি খেলায় জয়লাভ করে অপরাজিতভাবে সুপার সিক্স নিশ্চিত করে মডার্ণ ক্লাব।