উত্তম কুমার পাল হিমেল,,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে : কোন রকম সহিংসতা ছাড়াই নবীগঞ্জ উপজেলার ১১৫টি কেন্দ্রে অবাধ নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার অনুষ্টিত নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম(ঘোড়া) প্রাপ্ত ভোট ৪৭ হাজার ২শত ৩০,তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আলমগীর চৌধুরী (নৌকা) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ১শত ১৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সারোয়ার(দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৬ হাজার ২ শত ৬৮, আব্দুল হাই (কাপ পিরিচ) প্রাপ্ত ভোট ২ হাজার ৬শত ২৪,ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবু সালেহ(মিনার) প্রাপ্ত ভোট ৫ শত ৩৬,জাতীয় পার্টি মনোনীত হায়দর মিয়া(লাঙল) প্রাপ্ত ভোট ২ শত ৫৭।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ (তালা) প্রাপ্ত ভোট ২৮ হাজার ৮০ ভোট, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল(টিউবওয়েল) প্রাপ্ত ভোট ২০ হাজার ২শত ৮৮ ভোট,আবু ইউসুফ (চশমা) প্রাপ্ত ভোট ১৪ হাজার ৭৪ ভোট ,উপজেলা জাতীয় পািির্টর আহবায়ক শাহ আবুল খয়ের(উড়োজাহাজ) ১৩ হাজার ৬শত ৪৩ ভোট,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ (লাঙল) প্রাপ্ত ভোট ৩ হাজার ৭৭,ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তফা ফুরকানী(মিনার) প্রাপ্ত ভোট ৩ হাজার ৪শত ৪৬,মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) প্রাপ্ত ভোট ৪৯ হাজার ২শত ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেরা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সৈইফা রহমান কাকলি(ফুটবল) প্রাপ্ত ভোট ২৭ হাজর ৪শত ৫১ ভোট ,সাজেদা মজিদ(কলস) প্রাপ্ত ভোট ৫ হাজার ৬শত ৩৮। নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং অফিসার সহকারী কমিশনার ভুমি আতাউল গণি উসমানী ।
ফলাফল ঘোষনার পর উল্লাসিত কর্মী সমর্থকরা নবীগঞ্জ শহরে বিজয়ী উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী এবং বিজয়ী উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের সমর্থকরা পুথক ২টি বিজয় মিছিল বের করে।