নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকায় ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গত ১ ফেব্রুয়ারি গাড়ি ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরী মামলার পলাতক আসামী জেলা যুবদল নেতা হিরা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতে অপর একটি মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফেরার পথে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সদর থানার এসআই মোস্তফা।
হিরা মিয়া সদর উপজেলার দীঘলবাক গ্রামের আলফু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে।