স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভা হয়। সভার শুরুতেই নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে নিহত পুলিশ সদস্যের পরিবারের মধ্যে ফুল, সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্যদেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি একেএম আজমিরুজ্জামান।
অনুষ্ঠানে নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন, বাহুবল থানার ওসি মাসুক আলী, ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম, কোর্ট স্টেশন ফাড়ি পুলিশের ওসি গোলাম কিবরিয়া, সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, বাংলাদেশ পুলিশ কথায় নয় সেবার মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। যারা বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুর বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, আমরা পুলিশ সবসময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশি আছি থাকব। এবং তাদেরকে সর্বাত্মক সহযোগীতা করব।
এছাড়াও আগামী দিনগুলোতে সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহব্বান জানান তিনি। অনুষ্টানে নিহত পুলিশ সদস্যদের পরিবার তাদের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।