হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গাপুল বাইপাস, কবির কলেজ রোড এর মুখে রাজা আব্দাল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
সে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত রাজা আসাদ উল্লার পুত্র। গতকাল ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপরে উল্লেখিত সময়ে এলাকাবাসী একজন অজ্ঞাত ব্যক্তিকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।
এসআই পলাশ চন্দ্র দাশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গামছা দিয়ে হাত-পা বাঁধা এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি এবং পরিচয় জানতে পারি। তবে উদ্ধারকৃত ব্যক্তি অচেতন থাকায় এখন ঘটনার মূল কারণ জানা সম্ভব হচ্ছে না।