এসএম সুরুজ আলী ॥ পুলিশ পাহারায় ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে মহিলা ও পুলিশ মোতায়েন করা হয়। গতকাল বুধবার প্রথম দিনে হবিগঞ্জ জেলার কোন কেন্দ্রে বহিস্কারের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত ছিল ৮০ পরীক্ষার্থী। সকালে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ জানান, এইচএসসি পরীক্ষার ১৭টি কেন্দ্রে ৯ হাজার ৬৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯ হাজার। এছাড়া ৪টি কেন্দ্রে ৫৭৪ আলিম পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৬৬ জন। ১টি কেন্দ্রে এইচএসসি ভকেশনালে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন এবং বিএম পরীক্ষায় ১৭০ জনের মধ্যে ১৬৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল।