স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন। ২১ ফেব্রুয়ারী সকাল ১১টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ৯ম শ্রেণীর বিষয় ভাষা আন্দোলন ও স্বাধীনতা, ১০ম শ্রেণীর বিষয় সর্বক্ষেত্রে প্রমিথ বাংলা ভাষার ব্যবহার এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় নির্ধারন করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাভাষার অবস্থানল। হবিগঞ্জের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর চেম্বারে রচনা প্রতিযোগিতা আয়োজন এবং বিষয় নির্ধারনের জন্য রচনা উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কবি তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সরকারী বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা জাকারিয়া মিয়া, সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল মঈন ও দারুছুন্নাৎ সিনিয়র মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন।