হামিদুর রহমান ,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) ও আইপিভি (ইলেক্টিভেটেড পোলিও ভ্যাকসিন) পোলিও নির্মূল অবস্থা বজায় রাখতে সহায়ক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকাদার কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমর্কর্তা ডাঃ সারোয়ার জাহান। এ সময় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকিব উদ্দিন, পৌর সচিব মোঃ ফারুক, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কিশলয় সাহা, এমটিইপিআই পুলক দেব, সহ স্বাস্থ্য পরিদর্শক এখলাছুর রহমান, স্বাস্থ্য সহকারী টিপু সুলতান চৌধুরী, আসিফ আহাম্মেদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার থেকে প্রথম বারের মত পিসিভি ও আইপিভি এ দুটি টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ২৮১টি ক্যাম্পের মাধ্যমে উপজেলার ১১ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৬ হাজার ৩ শ ৬৭ জন শিশুকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহানের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি এডভোকেসি সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকিব উদ্দিন, পৌর সচিব মোঃ ফারুক, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কিশলয় সাহা, ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, উপজেলা সমবায় কর্মকর্তা অলিউর রহমান চৌধুরী, এমটিইপিআই পুলক দেব, আসিফ আহাম্মেদ প্রমুখ।