নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এক দল পুলিশ পৌরসভার হবিগঞ্জ রোডে অবস্থিত শায়েস্তাগঞ্জ মনিকা সিনেমা হলের কাছ থেকে একটি সিএনজি আটক করে। এ সময় সিএনজিটি তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের চেরাগ আলীর পুত্র মোঃ কাউছার মিয়া (২৫) ও একই উপজেলার শানখলা ইউনিয়নের সাকির মোহাম্মদ গ্রামের ফারুক মিয়ার পুত্র মোঃ সুজন মিয়া (২০)। অভিযানে শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ মোবারক হোসেন ও এস আই সানা উল্লাহও অংশ নেন। উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার আদালতে হস্তান্তর করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।