প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদশে আনসার ও গ্রাম প্রতিরৰা বাহিনীর মনিটরিং এফএস হিসেবে কর্মরত থেকে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজে অবদান রাখায় রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ “প্রেসিডেন্ট আনসার (সাহসিকতা)” (পিএএম) পদকে ভূষিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান “ব্যাটালিয়ন আনসার” খাদেম মোঃ শাহ আলম।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজার ফতেহপুর খাদেম বাড়ীর মৃত আব্দুল ওয়াহেদ শাহ এর দ্বিতীয় পুত্র।
তিনি বর্তমানে ঢাকা জেলায় মনিটরিং এফএস হিসেবে কর্মরত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২৮/০১/২০১৯ খ্রিঃ তারিখে এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে অত্র বাহিনীর ১৫৩ জন পদক প্রাপ্তদের নামীয় তালিকা প্রকাশ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরৰা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ উপলৰ্যে গত ১২ই ফেব্রুয়ারী ২০১৯ খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তাহাকে উক্ত পদক প্রদান করেন।