নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ও লাইসেন্সবিহীন বিভিন্ন কোম্পানির ৪টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জ থানার এসআই অভিজিত ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল আটক করেন।
পরে আটককৃত মোটরসাইকেলগুলো নবীগঞ্জ থানায় রাখা আটক রাখা হয়। নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সপেক্টর অভিজিৎ ভৌমিক জানান, মোটরসাইকেলের কাগজ না থাকায় গাড়ী আটক রেখে মামলা দিয়েছি। সঠিক কাগজয়াদি নিয়ে আসার পর তাদের মোটরসাইকেল ফিরিয়ে দেয়া হবে।