বাহুবল প্রতিনিধি : বাহুবলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জয়নাল মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার স্বর্ণরেখ গ্রামের আব্দুল মন্নানের পুত্র।
গতকাল মঙ্গলবার সকাল ৭টায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাহুবল মডেল থানার পিএসআই মোঃ আব্দুল মন্নানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা স্বর্ণরেখ গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জয়নাল মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার অফিসার ইচনার্জ মোঃ মাসুক আলী বলেন, সাজাপ্রাপ্ত আসামি জয়নাল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।