স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাবউদ্দীন ডিগ্রী কলেজের এবার ৫১ জন এইচ এস সি পরীক্ষার্থী প্রবেশ পত্র না আশায় তারা পরীক্ষা দিতে পারছে না। প্রতি বছরই এই একই ধরণের ঘটনা ঘটে মাহতাবউদ্দীন ডিগ্রী কলেজে। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে কলেজের শিক্ষক ও কেরাণীরা। একে অন্যের দোষ দিয়ে পারপেয়ে যায়। কিন্তু ছাত্রদের কী হবে ? এটা কী কলেজ না অন্য কিছু ? সাধারণ ছাত্রদের কোন গুরত্বপূর্ণ দেয় না শিক্ষক ও কেরাণীরা। অভিভাবক মহল অভিযোগ করে বলেন, আর কত অনিয়ম হবে এই কলেজে। সাধারণ ছাত্রদের কাছ থেকেও ঘুষ নেয় কলেজ কর্তপহ্ম। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে কী হবে তাদের ভবিষ ̈ত। এই করুন অবস্থা দেখার কি কেউ নেই ? ৫১ জন পরীক্ষার্থী প্রবেশ পত্র না আশায় পরীক্ষা দিতে পারছে না। এ জন্যে কে নেবে এই দায় ?