নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের পর এবার শুরু হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ আনুষ্ঠানিক তপশীল ঘোষনা করেন।
এ সময় তিনি বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।
ইসি সচিব জানান, হবিগঞ্জের ৮টি উপজেলাসহ ৮৭ উপজেলায় ভোট গ্রহন হবে প্রথম ধাপে।
তিনি আরও বলেন, ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রথম ধাপে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্র“য়ারী, যাচাই-বাছাই ১২ ফেব্র“য়ারী, এবং প্রত্যাহার ১৯ ফেব্র“য়ারী।
এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে হবিগঞ্জের সবকটি উপজেলায় প্রার্থীতা ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। গণসংযোগসহ সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন তারা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে ভোট প্রার্থনা করছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।