সৈয়দ শাহান শাহ্ পীর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং মাঠ সংস্কারের জন্য জেলা প্রশাসকের নির্দেশ।
জানা যায় , প্রায় শতাধিক বছরের ঐতিহ্যবাহী সুতাং রেলওয়ে ষ্টেশন খেলার মাঠটি সংস্কারের জন্য ৭ নং নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াকে সম্প্রতি নির্দেশ প্রদান করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
তার প্রেক্ষিতে সুতাং সুরাবই গ্রামসহ পাশ্ববর্তী গ্রাম এলাকাবাসীর মাঝে চেয়ারম্যান প্রশাসকের নির্দেশাবলী অবগত করেন। অচিরেই চেয়ারম্যান,মেম্বার সুতাং মাঠ, মাঠের আসা যাওয়ার রাস্তা এবং মাঠের চারপাশ নির্ধারণসহ প্রয়োজনীয় কাজ সংস্কারের জন্য এলাকাবাসী উদ্যোগ গ্রহণ করবেন জেলা প্রশাসককে সাথে নিয়ে।
ফলে, দীর্ঘদিনের দাবী অবহেলিত সুতাং মাঠ রাস্তা এবং চারপাশসহ মাঠের সংস্কারের কথা এলাকার যুবক-তরুণদের মধ্যে ছড়িয়ে পড়লে সকলেই উৎসাহ-উদ্দীপনায় আশার আলো সঞ্চার হয়।