নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ২০১৩-১৭ সাল পর্যন্ত ভোটার তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সার্ভার স্টেশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আতাউল গণি ওসমানী, কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না।
উদ্বোধনী দিন পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের কার্ড উপজেলা সার্ভার স্টেশন থেকে বিতরণ করা হবে। এ ছাড়া প্রত্যেক ইউনিয়নের ভোটারদের কার্ড স্ব স্ব ইউনিয়ন পরিষদে নির্দিষ্ট তারিখে বিতরণ করা হবে।
৩০ জানুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এবং ৩১ তারিখ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কার্ড বিতরণ করা হবে।