এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর নামকস্থানে বাসের ধাক্কায় ট্রাক রেলক্রসিংয়ে আটকা পড়লে দেড়ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকাল ৪টার দিকে এঘটনা ঘটে।
নছরতপুর রেলক্রসিংয়ের গেইটম্যান আবু সাঈদ জানান-বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসের ধাক্কায় আলুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ে আটকা পড়ে। সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাষ্টার ও শাহজিবাজার স্টেশন মাষ্টার অবগত করে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মোঃ রেনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- প্রায় এক ঘন্টার চেষ্টায় রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাককে সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে এঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়েন্তিকা ট্রেন শাহজিবাজার স্টেশনে আটকা ছিল।