নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর গ্রাম সহ আসে পাশের গ্রামের বিভিন্ন বসত বাড়ীতে ডাকাতি দিন দিন ব্যাপক হারে বেড়েই চলেছে।লোকজন ডাকাতদের আতঙ্কে দিনযাপন করছে।
উল্লেখ্য,কিছুদিন আগে নূরপুর গ্রামের পশ্চিম পারা খেলু মিয়ার বসত বাড়ীতে সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার সহ স্বর্বস্ব লুট করে নিয়ে যায়।
খবর নিয়ে জানাযায়,চন্ডিপুর,বারলাইরা গ্রামেও ডাকাতরা হানা দিয়েছিল মানুষদের সমাগম পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
এদিকে গত রবিবার রাতে একদল ডাকাত নূরপুর গ্রামে কাটালতলি নামক স্থানে জমাট হলে উক্ত গ্রামের স্থানীয় লোকজনের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।
দিনের পর দিন ডাকাতি হওয়ায় নূরপুর সহ আসে পাশের গ্রামের সর্বস্তরের জনসাধারণ বর্তমানে চরম আতংকে দিন কাটাচ্ছে।