বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি : বাহুবলে পিতার চোখের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হল আশরাফ উদ্দিন নামের পাঁচ বছরের এক শিশুপুত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় উপজেলার চলিতাতলাস্থ ঢাকা-সিলেট মহাসড়কে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে নিহত আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হলেও নিহতের পিতা ফয়সল মিয়া অল্পের জন্য রক্ষা পায়।
এ ঘটনায় ট্রাক চালক নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোফালার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র আব্দুস ছোবহানকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।