নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর জুবেদ মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ কুশিয়ারা নদী থেকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। রোববার (১৩ জানুয়ারি) বিকেলে কুশিয়ারা নদীর জালালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুবেদ মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জুবেদ গত ৮ জানুয়ারি (মঙ্গলবার) বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আজ রোববার (১৩ জানুয়ারি) দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পরে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ সময় খবর পেয়ে জুবেদের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।