মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভীড় বাড়ছে ফুটপাতের পুরাতন শীত বস্ত্রের দোকানগুলোতে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কাপড় চোপড় কেনার চাহিদা সব চাইতে বেশী। এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিগত বছরগুলোতে পৌষ মাস থেকে পুরোদমে বেচাকেনা শুরু হলেও এ বছর আগে থেকেই শুরু হয়েছে পুরোণো কাপড়ের দোকানে। এ বছর নিজেদের সাধ্যের মধ্যে পণ্য পেয়ে অনেক খুসী ক্রেতারা।
অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভে বিক্রি করায় হাঁিস ফুটেছে বিক্রেতাদের মুখে। সরজমিনে দেখা যায়, শীত উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ, শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরাণ বাজার, দাউদনগর বাজার, পৌর মার্কেটসহ উপজেলার বিভিন্ন বাজারে বসেছে পুরনো কাপড় বেচার এসব ভ্রম্যমান দোকান। আর এসব দোকানে প্রতিদিনই রীতিমত ভীর করছেন নি¤œ ও মধ্য আয়ের মানুষ।
পুরাতন কাপড় বিক্রেতা রাজন আদিত্য, নানু মিয়া ও আইয়ুব আলী জানান, এ বছর আগে থেকে শীত পড়ায় শীতের পোষাক বেশী বিক্রি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামোটি ভাল লাভ হচ্ছে। এসব দোকান আমরা শুধু শীতের সময়েই করে থাকে। বছরের বাকি দিন গুলোতে অন্য ব্যবসার কাজ করে থাকি।
ক্রেতা সুফি মিয়া ইদ্রিছ মিয়া আনোয়ারা বেগম বলেন, পুরাতন এসব শীতের কাপড়ের দোকানগুলোতে সাধ্যের ভিতর অনেক ভাল ভাল পেষাক পাওয়া যাচ্ছে। এতে আমাদের খরচও অনেক কম হয়। সাধ্যের মধ্যে এখান থেকেই ভাল শীতের পোষাক কিনে নিচ্ছি।