নবীগঞ্জ প্রতিনিধি : জামিনে মুক্তিলাভ করেছেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ।
গত বুধবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তার আইনজীবী জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আবেদনের প্রেক্ষিতে জামিনের আদেশ দেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২২ ডিসেম্বর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মুরাদ আহমদকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।