স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ এবং মহাজোট মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন হবিগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়ার এবং ক্রীড়া সংগঠকবৃন্দ।
গতকাল তারা পুরো শহর জুড়ে গণসংযোগকালে বলেন, এমপি আবু জাহির হবিগঞ্জ-লাখাই এবং শায়েস্তাগঞ্জের সার্বিক উন্নয়নের সাথে হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়াঙ্গণে বৈপ্লবিক উন্নয়ন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি। এমপি আবু জাহির হবিগঞ্জে আন্তর্জাতিক খেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন। ক্রীড়াঙ্গণের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারো নির্বাচিত করা প্রয়োজন। এ সময় তারা এমপি আবু জাহিরের উন্নয়ন সংবলিত প্রচারপত্র বিলি করেন এবং সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সাবেক খেলোয়াড় আব্দুল মোতালিব মমরাজ, সমীর দাশ, আব্দুল হান্নান, আব্দুর রহমান, হেলাল উদ্দিন, আহসানুল হক সুজা, বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবীর সাহেদ, সৈয়দ আহমেদ, কামাল বিন মুরাদ, মাহমুদ হাসান রকি, কাবাডি খেলোয়াড় লুবনা, নীলা, সাজু, শীতি, ফাতেমা, জুই, কলি, ক্রিকেটার তুষার, পারভেজ, সাইদুরসহ শতাধিক সাবেক ও বর্তমান খেলোয়ার এবং ক্রীড়া সংগঠকরা।