এক ফোটা পানি হয়ে মরুভূমির বুকে,
কিংবা একটি বৃক্ষ হয়ে বিরান ভূমিতে,
বেঁচে থাক তুমি অপার সম্ভবনা নিয়ে,
নিজেকে যেমন বাঁচাবে তুমি,
পরের তরেও দিও উজার করে৷
তোমার জীবনের সকল ভালো,
অনাগত ক্ষনে বেঁচে থেক তুমি,
অপার সম্ভবনায়,
শুভ জম্নদিন জানাই তোমায়৷৷
হয়ে উঠ তুমি সেরাদের সেরা,
ভালোবেস তুমি দিও প্রেরনা,
তোমার হাতেই হক সূচনা
উজ্বল সম্ভবনাৱ৷
তুমিই হবে সকলের প্রিয়,
মরনেও গড়বে তুমি,
নতুন প্রনেৱ উৎসব৷
তোমার হাতেই হবে নাশ জানি,
সকল মন্দের গ্লানি,
তুমিই হবে সকলের প্রেরনা তাই
আজ বলতে চাই,
শুভ জম্নদিন তোমায়৷
জীবনের কর্মে এবং সাফল্যে বেঁচে থাক আমাদের মাজে ।দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে তোমার জন্য।
শুভেচ্ছান্তে,
সাখাওয়াত হোসেন টিটু
সম্পাদক-দৈনিক শায়েস্তাগঞ্জ