শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের কদমতলী থেকে ব্যাগভর্তি ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইদ্রিস আলী নামে এক রিক্সাচালককে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে এসব ফেনসিডিল উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে দারোগা মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলীকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে। এদিকে ইদ্রিসের পরিবার থেকে দাবি করা হয় সে ষড়যন্ত্রের শিকার।