নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের সামাজিক সংগঠন “প্রত্যাশা” কর্তৃক গত ২৬ মার্চ বড় ভাকৈর গ্রামে ২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ওই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ।
সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রামের মুরুব্বী নজরুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সদর আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, হিরা মিয়া গালর্স স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, বড় ভাকৈর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দাশ, কাজিরগাও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দ্বীপক কুমার দাস, ছোট ভাকৈর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড় ভাকৈর শিক্ষা উন্নয়ন সংস্থা প্রত্যাশার প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার হাবিবুর রহমানসহ গ্রামের মুরুব্বী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।