গুজবে নয় কান পাতা
-এম এ মোত্তালিব
মিথ্যে রুখে সত্য জানো
গুজবে নয় কান পাতা,
করতে হবে যাচাই বাছাই
আসল নাকি ফেক কথা।
লাশ ফেলেছে গুম করেছে
ঘটনা গুলো বেশ আজব,
খোঁজ নিয়ে সব জানা যায়
ফায়দা নিতেই স্রেফ গুজব।
সোশ্যাল মিডিয়ায় তোলে গুজব
হুজুগেরা সব কৌশলে,
অন্তরালে লুটে ফায়দা
কুচক্রীরা প্রতারণার ছলে।
নির্বাচন কে সামনে রেখে
স্বার্থান্বেষীরা বেশ তৎপর,
আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সজাগ
অনলাইনেও রাখছে নজর।
না জেনে না বুঝে তাই
লাইক কমেন্টস শেয়ার নয়,
ধরিয়ে দিন আইনের হাতে
যারা গুজব নিয়ে করে নয় ছয়।