নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) দুপরে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চারজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক জালালাবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ।
সবশেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চারজন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রাজিয়া বেগম, শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লেভী বেগম, সফল জননী নারী কৃষ্ণা রেখা ধর চৌধুরী, নির্যাতনের বিভীষিকায় মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জামিনা আক্তার।
এর আগে সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।