সৈয়দ সালিক আহমেদ ॥ “টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে নীমতলা প্রাঙ্গন হতে র্যালি বের হয়। র্যালিতে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। র্যালি শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধক্ষ্য মুহম্মদ আবদুজ জাহের।
বক্তাগণ বলেন, সরকার দূনীর্তিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সমাজের সর্বস্থরে দূনীর্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামজিকভাবে দূনীর্তিবাজদেরকে পরিহার করতে হবে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার বিষয়কে গুরুত্ব দিতে হবে, যাতে করে আগামী প্রজন্ম দূনীর্তিমুক্ত সমাজে বসবাস করতে পারে।