চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট সরকারী কলেজের ২০১৫সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হারুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, পিপি এডঃ আকবর হোসেন জিতু, চুনারুঘাট কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহসিন আলী। ̄^াগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুহেল আহমদ। প্রভাষক রবিউল হোসেনের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ সামাদ, প্রভাষক মোঃ শামছুল কিবরিয়া, শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন সায়েম তালুকদার, শাওন, তানজিনা আক্তার সুমি, সুমাইয়া জাহান প্রমুখ।বক্তারা কলেজে অনার্স কোর্স চালু, মাঠ সংষ্কার, অবকাঠামো উন্নয়ন, শূন্যপদ পুরণ, ছাত্রাবাস নিমার্ণ ও শিক্ষকদের আবাসিক সংকট নিরসনের দাবি জানান।