প্রেস বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে মহিলা আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দসহ সহশ্রাধিক নারীরা অংশ নেন। এ সময় তারা বলেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি একজন মৃত্যুঞ্জয়ী জননেতা। তিনি গ্রেনেডের শতাধিক স্প্রিন্টারের যন্ত্রণা শরীরে নিয়ে জনসেবা করে যাচ্ছেন। গণমানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎস্বর্গ করেছেন।
যে কারণে হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের আনাচে-কানাচে লেগেছে উন্নয়নের ছোয়া। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও তাকে নির্বাচিত করার আহবান জানান তারা। এ সময় উপস্থিত সহশ্রাধিক নারীরা এমপি আবু জাহিরের পক্ষে এলাকায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
৪নং পইল ইউনিয়ন মহিলা অওয়ামী লীগের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহেরুননেছা মজু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানারা চৌধুরী, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি খুদেজা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নীলা নাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম, আয়েশা খানম, খালেদা বেগম, মিনারা বেগম, ঝরণা আক্তার জোছা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ এর সদস্য তাসলিমা আক্তার। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম এবং গীতা পাঠ করেন শরৎ কিশোর আচার্য্য।
আলোচনা সভায় মহিলা আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান বক্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি নৌকা উপহার দেন।