চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের উত্তর আমকান্দি গ্রামে ৪দিন ব্যাপি শ্রী শ্রী বাসন্তী পূজা উৎসব পালিত হয়েছে। গত ২৫ মার্চ থেকে ৪দিন ব্যাপি উত্তর আমকান্দি গ্রামের পাল পাড়ায় সূর্য উদয় যুব সংঘের উদ্যোগে এ উৎসব চলছে। আজ রবিবার বিজয়া দশমীর মাধ্যমে ৪দিন ব্যাপি উৎসব সম্পন্ন হবে। পুজা উৎসবের ২য় দিন শুক্রবার রাত্রে পরিদর্শন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, পৌর যুবদলের সভাপতি প্রভাষক আঃ হামিদ, সাধারণ সম্পাদক আঃ আউয়াল, মোঃ লাল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, সংঘের সভাপতি চন্দন পাল, সহ সভাপতি শান্ত দাস, সাধারণ সম্পাদক সুপ্লব পাল, দেবাশীষ পাল, সাংগঠনিক সম্পাদক শংকর পাল, সহ সাংগঠনিক সম্পাদক প্রতীস পাল, লিলু পাল, সংঘের উপদেষ্টা সীতেষ পাল, খুকু মনি পাল, সুধাংশু পাল, মতি লাল পাল, রতি পাল, বাবুল পাল, নেপাল, মন্টু পাল, জীতেন্দ্র পাল, সুবল পাল, সুজন পাল, সুজিত পাল, রাজীব পাল, শুভ পাল, সত্য পাল, মন্টি রায়, রতিস পাল, পলাশ পাল, মলয় পাল, পল্লব পাল, সুদ্বীপ পাল, সমুন পাল, বাপ্পু পাল জ্যোতিময় পাল, অরুণ পাল, স্বদেশ পাল প্রমুখ।