মোযযাম্মিল হক মাছুমী, শিবপুর মাধবপুর সুন্নী কনফারেন্স থেকে : লামাযহাবী কথিত আহলে হাদিস নামধারীদের অপপ্রচার থেকে সকল সরলমনা মুসলমানদের সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাথে যারা লাঠিসোঠা নিয়ে মারামারি করে তাদের ব্যপারেও সতর্ক থাকতে হবে। কারণ তারা মুসলমনকে বিভ্রান্ত করে রাসূল সাঃ এর আদর্শের বাইরে দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমানদের সুমহান আদর্শকে গোটা পৃথিবীর অমুসলিমদের মধ্যে প্রশ্নবিদ্ধ করছে।
আজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে শিবপু, মাধবপুরে হেলিকপ্টার যোগে এসে প্রধান অতিথির বক্তব্যে আব্বাসী জৌনপুর দরবার শরীফের বর্তমান পীর ড. আল্লামা মুফতী সাইয়্যেদ এনায়েতু্ল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী এসব কথা বলেন।
আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা ক্বারী ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী, মাধবপুর উপজেলা পরিশোধের ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান মৃধা, আলোচনা করেন আব্বাসী হুজুরের ছাত্র এবং দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মুফতি মোযযাম্মিল হক মাছুমী প্রমূখ।