নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নছিমন গাড়ির চাপায় বিষ্ণপদ দাস (৫০) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজিগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণপদ বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত উপেন্দ্র কুমারের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিষ্ণপদ দাসের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় মার্কুলী বাজারের যাবার জন্য বাড়ি থেকে বের হন বিষ্ণপদ। রাস্তায় হাটার সময় তাঁর পেছন দিকে থেকে মার্কুলীগামী একটি নছিমন গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।