স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয়ের মাসের প্রথম দিনে লাখাই উপজেলা যুবলীগ আলোচনা সভার আয়োজন করে। গতকাল বিকেলে বামৈ ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল এই সভায় আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এমপি আবু জাহিরের মূল শক্তি হিসেবে যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান সেলিম বলেন, বিজয়ের মাস আমাদের চেতনার মাস। এই মাস আমাদেরকে দেশের প্রতি ভালবাসার প্রেরণা যোগায়। দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বিশেষ করে হবিগঞ্জ-৩ আসনে এমপি আবু জাহির যে যুগান্তকারী উন্নয়ন করেছেন; তার প্রতিদান সময় এখন এসেছে আমাদের সামনে। যুবলীগের নেতাকর্মীরা এমপি আবু জাহির এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
লাখাই উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ শাকিলের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী বলেন, কোনও নির্দেশ বা জিজ্ঞাসার অপেক্ষা না করে, নিজের দায়িত্ববোধ থেকেই কাজ করতে হবে। ভোটের দিন, ভোট সুরক্ষার পাশাপাশি জনগণের ঘরে ঘরে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা বদরুল আলম, জাহির মিয়া, সবুজ আহমেদ, উপজেলা যুবলীগ নেতা শফিউল আলম, উজ্জ্বল আহমেদ, সালাহ উদ্দিন সুমন, জাহির মেম্বার, জামাল তালুকদার, হাফিজ, জাহির, কামাল, রায়হান মেম্বার, তোফাজ্জল, মনির মোল্লা, মোস্তাক, ফারুক, আব্দুল আউয়াল, সিরাজুল, পলাশ, একিন আলী, এনজু মিয়া, নুরুজ মেম্বার, কাউছার আহমেদ, আব্দুল হামিদ রুকন, বাছির আহমেদ, আব্দুল মমিন, সোহেল মিয়া প্রমুখ।