স্টাফ রিপোর্টার ॥ কবি ও সাংবাদিক পার্থ সারথি চৌধুরীর কাকাতো ভাই ও তরুণ ব্যবসায়ী সম্পদ চৌধুরী আকস্মিকভাবে পরলোকগমন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১টার দিকে তিনি পেটে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেটে প্রেরণ করা হয়। পথিমধ্যে নবীগঞ্জে তার মৃত্যু ঘটে।
তার বয়স হয়েছিল ৩৬ বছর। তার পিতা স্বর্গীয় নিখিলেশ চৌধুরী ও মাতা নীলিমা চৌধুরী। মৃত্যুকালে তিনি মা, ৩ বোন, ২ ভাই, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পদ চৌধুরীর মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ও তার বগলা বাজারস্থ বাসভবনে তাকে একনজর দেখার জন্য বন্ধু-বান্ধব এবং পরিচিতজনেরা ছুটে যান ।