হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকালে শহরতলীর ভাদৈ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জারু মিয়া (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের আবুল কাহের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাদক বিক্রেতা জারু মিয়া ইয়াবা বিক্রির উদ্দেশে হবিগঞ্জ শহরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাদৈ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।