চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট থানা জামে মসজিদ মার্কেটে জাতীয় শ্রমিকলীগ চুনারুঘাট উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে শ্রমিকলীগের সভাপতি হাজী খালেদ তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, তাজুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক সৈয়দ রিপন, ৪নং পাইকপাড়া ইউনিয়ন সভাপতি শেখ মোঃ জামাল, সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিম, সাংগঠনিক সম্পাদক রউফ, দেওরগাছ ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, নূরুল ইসলাম, কদ্দুছ আলী, সোহেল রানা, গউছ মিয়া, নূরুল হক, শাহীন আহমেদ, ইউসুফ আলী, নূরুল হক, রাণীগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক মহব্বত আলী, হাজী আঃ সহিদ, ৫নং শানখলা ইউনিয়ন সভাপতি শামছুল হক মেম্বার, আমির হোসেন, ফারুক মিয়া, কাজল মিয়া, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান সবুজ, মোঃ মারাজ মিয়া, আবুল কালাম, রিপন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী মন্ডল, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক মোঃ ফারুক মিয়াসহ ১০টি ইউনিয়নের সাধারণ সম্পাদক/সভাপতি সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী খালেদ তরফদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদেরকে একসাথে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চত করতে হবে। পরে সকল নেতৃবৃন্দরা সহ চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের অফিস কার্যালয়ে বসে বিশাল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের উপস্থিত থেকে সকল নেতাকর্মীদেরকে জাকঝমক ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।