সৈয়দ সালিক আহমেদ ॥ “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৪-২৯ নভেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ সারা দেশের ন্যায় হবিগঞ্জেও শুরু হয়।
এতে করে মাঠ পর্যায়ে যেমন কাজের গতি ও মান বৃদ্ধি পায় পাশাপাশি পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী প্রহীতার সংখ্যা বাড়ে। যদি বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জে প্রাতিষ্ঠানিক ডেলিভারী উল্লেখযোগ্য সংখ্যক আছে, তার সাথে মাতৃ মৃত্যুর হারও কমে আসছে, যাহা সরকারের টেকসই উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা রাখছে। পরিবার পরিকল্পনা জেলা অফিসের তথ্য অনুসারে সেবা ও প্রচার সপ্তাহে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এবং বিভিন্ন স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদান করা হয়।
১৭জন পুরুষ ও ৮৩জন মহিলাকে পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি দেওয়া হয়েছে। তার সাথে দীর্ঘমেয়াদী পদ্ধতি আইইউডি ১৭৭জন, ইমপ্লানন ৫৪০কে প্রদান করা হয়েছে।
পরিবার পরিকল্পনার পদ্ধতির পাশাপাশি ৩১৮২জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা ২৭৭জন, প্রসবোত্তর সেবা ১০৯১জন এবং কিশোর কিশোলী সেবা ২৭৪৬জনকে প্রদান করা হয়েছে। তাছাড়া ৩৩৫২জন গ্রহীতাকে ইনজেকশন, খাবার বড়ি এবং কনডম প্রদান করা হয়েছে।
এবিষয়ে উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা বলেন, পরিবার পরিকল্পনাসহ সকল বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সরকার এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহায়তার ফলে সেবা সপ্তাহে উল্লেখযোগ্য মানুষকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এতে করে যেমন পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহীতা সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমনি করে সুখী পরিবার ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।