উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ,বিএনপি, গনফোরাম,কৃষক শ্রমিক জনতালীগ ও স্বতন্ত্র থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার বিকেলে তারা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রির্টানিং অফিসার তৌহিদ বিন হাসানের কার্যালয়ে মনোনয় ফরম জমা দেন। স্ব স্ব প্রার্থী নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ে মনোয়নয় ফরম জমা দিতে যান।
প্রথমেই মনোনয়ন ফরম জমা দেন গনফোরামের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। পরে একে একে আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী, বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থী এম এ মুনিম চৌধরী বাবু, ইসলামী আন্দোলন বংলাদেশ থেকে মাওলানা আবু হানিফ আহমদ হোসেন,স্বতন্ত্র প্রার্থী হিসাবে লন্ডন প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ মাহমুদুল কবির মুরাদের নিকট মনোনয়পত্র দাখিল করেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,জেলা জাতীয় পার্টির সভাপতি জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক কৃষক শ্রমিক জনতালীগের এডভোকেট নুরুল হক।