দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্কঃ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ এর পিতা হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির আজ বেলা ১২:৩০ ঘটিকায় উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পরিবার।
মরহুমের জানাজার সময় আগামীকাল-
১ম জানাজাঃ- সকাল ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জর্জ কোর্ট প্রাঙ্গনে।
২য় জানাজাঃ- বাদ জোহর নবীগঞ্জ টেকাদিঘি মাঠ।
৩য় জানাজাঃ- বাদ আসর মরহুমের নিজ গ্রাম শ্রীমত পুর মাঠ।