মোঃ জামাল হোসেন লিটন (চুনারুঘাট) : হবিগঞ্জ-৪ আসনে এড. মাহবুব আলী এমপি মনোনয়ন পাওয়ায় চুনারুঘাটে আনন্দ মিছিল ও মাধবপুরে নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেন জিতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড. মাহবুব আলী এমপি।
বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, পৌর সভাপতি বেণু মাধব রায়, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, পৌর সভাপতি আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাজী শামসুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, মাধবপুরের ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান আরিফ, তৌফিকুল ইসলাম চৌধুরী, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোছাব্বির হোসেন বেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, আলাউদ্দীন মাস্টার, রইছ উল্লাহ মেম্বার, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, ১ম যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান প্রমুখ। পরে চুনারুঘাট পৌর শহরে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
এদিকে রবিবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রহম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এড. মাহবুব আলী। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজু চেয়ারম্যান, মোজাহিদ বিন ইসলাম ও ১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ।