চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে একমাতাল কে গণধোলাই ও ১মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত ।গতকাল ২৭ মার্চ শুক্রবার রাত ৯ টায় উপজেলার আমুরোড বাজারে এ ঘটনা ঘটে । আজ সকালে পুলিশ মাতাল আঃ মতিন কে হবিগন্জ জেল হাজতে প্রেরন করে। সে ১০নং মিরাশী ইউপির শ্যামা মিয়ার পুত্র ।
জানা যায়,গতকাল রাত ৯ টার সময় উপজেলার আমুরোড বাজারে বাংলা মদ খেয়ে মতিন মাতলামী শুরু করলে বাজার ব্যবসায়ীরা গণধোলাই শুরু করেন ।খবর পেয়ে আমুরোড বাজার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ তাকে উদ্ধার করেন ।পরে চনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ কে বিষয়টি জানালে এস আই আলমাছ ঘটনা স্থলে এসে মাতাল অবস্থায় মতিন কে নিয়ে যান ।স্থানীয় চেযারম্যান আবেদ হাসনাত চৌধুরী সন্জু উপজেলা নিবাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিট্রেট মাশহুদুল কবীর কে অবহিত করলে তিনি ভ্রম্যমান আদালত বসিয়ে মাতাল মতিন কে এক মাসের কারাদন্ড প্রদান করেন ।
উল্লেখ্য, কিছু দিন যাবৎ আমুরোড বাজার এলাকায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বড় একটি সেন্ডিকেট গড়ে উঠেছে ।সীমান্তবর্তী কিছু অপরাধী আমুরোড বাজারের এক ছাত্র নেতার সাথে প্রায়ই সখ্যতা লক্ষ্যকরা যায় ।ধৃত মতিন ওই নেতার মাদক বহনকারী বলে বাজার ব্যবসায়ীরা এ প্রতিনিধি কে জানান ।