মোযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নব দম্পতি খুন হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নে আলীয়ারা গ্রামে ঘটনাটি ঘটেছে পুলিশ খুন হওয়া দম্পতির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খুন হওয়ার দম্পতি মোঃ হারুন মিয়া (২৫), পিতা- হাছন আলী, গ্রাম- আলীয়ারা ও তার স্ত্রী মিনা আক্তার (১৯), পিতা- জামাল মিয়া, গ্রাম- নরহা। নাসিরনগর থানা পুলিশের এস,আই মোঃ সাজ্জাদুর রহমান মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন ।
তিনি বলেন উভয়ের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার পর রাতে সরাইল সার্কেল মোঃ মনিরুজ্জামান ফকির ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। জানা গেছে ২ মাস পূর্বে এই দম্পতির বিয়ে হয়।